অভিষেক বচ্চন কি মাধ্যমিক পাস করতে পারবেন?
গত ৭ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত নতুন চলচ্চিত্র 'দাসভি'। পরিচালক তুষার জালোতার প্রথম চলচ্চিত্র এটি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিষেক বচ্চন অভিনয় করেছেন রাজনীতিবিদের চরিত্রে।
ভারতের হরিয়ানা রাজ্যের প্রভাবশালী এই রাজনীতিবিদের নাম গঙ্গারাম চৌধুরী। দুর্নীতির মামলায় জেলে যাওয়ার পর সেখানে বসেই দশম শ্রেণি পাসের পরীক্ষা দিয়েছিলেন তিনি।
কী কারণে লেখাপড়ার এই চ্যালেঞ্জ নিয়েছিলেন গঙ্গারাম চৌধুরী? তিনি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন? সিনেমাটির কাহিনীতে আর কী চমক আশা করতে পারেন দর্শক? এ সব প্রশ্নের উত্তর জানতে স্টার মুভি রিভিউয়ে দেখুন 'দাসভি' নিয়ে সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।
Comments