আবুল মনসুর আহমদের ১২৩তম জন্মদিন আজ
শত বছরেরও বেশি সময় আগে, আজকের দিনে জন্মেছিলেন রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজ্ঞ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদ। তবে, তার লেখার প্রয়োজনীয়তা, দৃষ্টিভঙ্গির চেতনা, সাম্প্রদায়িকতা, কুসংস্কার এবং জাতীয়-আন্তর্জাতিক রাজনীতি ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তার বুদ্ধিদীপ্ত ব্যঙ্গাত্মক প্রতিবাদের প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতায় ভাটা পড়েনি এখনও।
অধ্যাপক সিরাজুল ইসলাম তার প্রবন্ধে আবুল মনসুর আহমদ সম্পর্কে লিখেছিলেন, 'কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম মৃত্যুক্ষুধা, নজরুলের বন্ধু আবুল মনসুরের উপন্যাসের নাম—জীবন ক্ষুধা …...আবুল মনসুর দেখিয়েছেন জীবনের যে তেজস্বীয়া কেমন করে তা সবকিছুকে ছাপিয়ে উঠতে চায়।' আর কাজী নজরুল ইসলাম তার বন্ধু আবুল মনসুর আহমদ সম্পর্কে বলেছেন, 'বাঙলা ভাষায় ব্যঙ্গ-সাহিত্য খুব উন্নত হয়নি; তার করুণ, ব্যঙ্গ-সৃষ্টিতে অসাধারণ প্রতিভার প্রয়োজন। এ যেন সেতারের কান মলে সুর বের করা—সুরও বেরুবে, তারও ছিঁড়বে না...বন্ধু আবুল মনসুরে হাত সাফাই দেখে বিস্মিত হলুম। ভাষার কান মলে রস সৃষ্টির ক্ষমতা আবুল মনসুরের অসাধারণ। এ যেন পাকা ওস্তাদী হাত।'
ভাষার কান মলে রস সৃষ্টি করে অনিয়ম-অপনিয়মের বিপক্ষে প্রতিবাদী এই সাহিত্যিকের জন্মদিনে স্টার মাল্টিমিডিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন।
Comments