ওমিক্রন ঠেকাতে সরকার কতটা প্রস্তুত
মহামারির শুরু থেকেই জিনের গঠনগত পরিবর্তন ঘটিয়ে ক্রমাগত রূপ পাল্টাচ্ছে করোনাভাইরাস। এর মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টটি মহামারির দ্বিতীয় দফায় বিশ্বকে ব্যাপক বিপর্যয়ের মুখে ফেলেছিল।
টিকা দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার জন্য সেই বিপর্যয় প্রায় কাটিয়ে উঠেছিল বিশ্ব। মানুষ একটু একটু করে স্বাভাবিক জীবনযাপনের প্রস্তুতি নিতেও শুরু করেছিল। কিন্তু, হঠাৎ করে পৃথিবী আবারও মহামারি নিয়ে নতুন শঙ্কার মধ্যে পড়েছে। বিশ্বের প্রায় সব প্রান্তে খুব দ্রুতই ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। পশ্চিমে কানাডা থেকে পূর্বে অস্ট্রেলিয়া পর্যন্ত শনাক্ত হয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে ঘোষণা করেছে।
রূপান্তরিত এই নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক। একইসঙ্গে বর্তমানে যেসব করোনার টিকা আছে ওমিক্রন ভ্যারিয়েন্টটি সেগুলোর প্রতিরোধ ক্ষমতাও হয়তো অতিক্রম করতে পারে। তবে, এ নিয়ে এখনো বিস্তর গবেষণা চলছে।
স্টার কানেক্টস -এ ওমিক্রন বিষয়ে আলোচনায় দ্য ডেইলি স্টারের সাংবাদিক মওদুদ আহমেদ সুজনের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, ভাইরাস বিজ্ঞানী অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
Comments