মোস্তাফিজের কাছে কাটার শিখছেন শরিফুল
দলে আছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। একের পর এক কাটারে ব্যাটসম্যানদের নাজেহাল করেন তিনি। বাঁহাতি হওয়ায় দলে এসেই মোস্তাফিজের সঙ্গে বেশ ভাব শরিফুল ইসলামের। সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে শিখতে চান ব্যাটসম্যানদের কাবু করার কৌশল।
Comments