ঝোপঝাড় উজাড়: লোকালয়ে সাপ!

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী কংজুরি গ্রামের বাসিন্দারা কয়েক মাস ধরে সাপের আতঙ্কে দিনযাপন করছেন।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ইতোমধ্যে বেশ কয়েকজনকে সাপে কেটেছে। সাপের উপদ্রব থেকে বাঁচতে তারা বাড়ির জানালায় নেট লাগিয়েছেন এবং বাড়ির চারদিকে কার্বলিক এসিড রাখছেন।

Comments