দর্শক কতটা টানতে পারল ‘টান’?
সম্প্রতি মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম 'টান'। এ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলি, সোহেল মন্ডল এবং নীলাঞ্জনা নীলা। নেশাগ্রস্থ যুবক রাশেদকে নেশার পথ থেকে ফিরিয়ে আনতে চায় তার প্রেমিকা অবণী। কিন্তু তাদের নতুন সংসারে ঘটতে থাকে নানা অনাকাঙ্খিত ঘটনা। এসব নিয়ে এগিয়ে যায় 'টান' ছবির গল্প।
স্টার মুভি রিভিউ-এ দেখুন 'টান' ছবিটি নিয়ে সৈয়দ নাজমুস সাকিবের বিশ্লেষণ।
Comments