দাম বেড়েছে কাঁচাবাজারে: বিপদে ক্রেতা

ঈদ পরবর্তী সময় এবং কঠোর লকডাউনের কারণে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজি ও মাছের দাম। লকডাউনে দাম বাড়তে পারে এই আশঙ্কায় ঈদের আগেই অনেক ক্রেতা প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে রেখেছেন। তবে, পণ্য আমদানি যেমন কমেছে, আবার বাজারে ক্রেতাও কম। তাই বিক্রি না হওয়া অনেক সবজি পঁচে যাচ্ছে বলেই দাম বেড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন।

কাওরান বাজার ঘুরে দ্য ডেইলি স্টারের সাংবাদিক সুকান্ত হালদার জানতে চেষ্টা করেছেন কাঁচাবাজারে এই অস্থিরতার কারণ। স্টার অন দ্য স্পটে জানিয়েছেন তার অভিজ্ঞতা।

Comments