নিরানন্দের ঈদ
অর্থনৈতিক দুর্দশা, মহামারির আশঙ্কা সব মিলিয়ে দেশের নিম্নবিত্ত মানুষদের মাঝে এবারের ঈদ হয়ে উঠেছে অভাব আর আতঙ্কের।
লালমনিরহাট সদর উপজেলার দুলাল মিয়া তার জীবনে এতো দুর্ভাবনা, হতাশা এবং নিরানন্দের ঈদ দেখেননি। গত ঈদ করোনার প্রকোপেও আনন্দে কেটেছিল, ভেবেছিলেন আর কিছুদিন পরেই সবকিছু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু, এবারের ঈদ তার পরিবারের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। পাওনাদারদের চাপে বিক্রি করে দিতে হয়েছে উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানগাড়িটি। স্ত্রী-সন্তানকে দিতে পারছেন না একবেলার খাবার পর্যন্ত, বিক্রি করতে হয়েছে ঘরের চালা।
দুলাল মিয়ার নিরানন্দের ঈদ নিয়ে স্টার মাল্টিমিডিয়ার আয়োজন।
Comments