গুম হওয়া ছেলে ফিরে আসার অপেক্ষায় আয়েশা আলী
আয়েশা আলীর ছেলে গুম হওয়ার পর ১০ বছর পার হয়ে গেছে। এখনো রাতে ঘুম ভেঙে গেলে ছেলে ফিরে আসার অপেক্ষায় বাকি সময়টা নির্ঘুম কাটান তিনি।
আয়েশা আলীর ছেলে আব্দুল কাদের ভুঞা মাসুম গুম হওয়ার পর ৩ হাজার ৯২২ দিন পেরিয়ে গেছে। এখনো প্রতিদিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছেলেকে খুঁজেন তিনি।
২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয় আব্দুল মাসুমকে। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন আয়েশা আলী। এর আয়োজন করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া স্বজনদের সংগঠন 'মায়ের ডাক'। গুম হওয়া স্বজনদের ফিরে পেতে ২০১৩ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি।
সমাবেশে আয়েশা আলী বলেন, 'গত ২৪ দিন আমি জানালার বাইরে তাকিয়ে আছি। ভাবছি আমার ছেলে মাসুম আসবে।'
'আমি ঘুমাতে পারিনা... এত শহীদের রক্ত ঝরল। মাসুমের মতো মানুষের জন্য কি দেশ স্বাধীন হয়নি?' প্রশ্ন রাখেন তিনি।
Comments