পোড়াদহের ‘মাছের মেলা’
কালের আবর্তনে বাংলাদেশের গ্রামীণ মেলাগুলো যখন প্রায় হারিয়ে যাচ্ছে, তখন নিজেদের ঐতিহ্যকে ধারণ করে এখনো টিকে আছে বগুড়ার পোড়াদহ মেলা।
প্রায় ২৫০ বছরের পুরনো এই মেলায় এখনো ভিড় হয় লাখো মানুষের। প্রথমে এই মেলার নাম 'সন্ন্যাসী মেলা' হলেও পরে মানুষের মুখে মুখে এর নাম হয়ে যায় 'পোড়াদহ মাছের মেলা'।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে বগুড়ার 'পোড়াদহ মাছের মেলা'র গল্প।
Comments