বাংলাদেশে হৃদয় মণ্ডলের মত শিক্ষকের একাডেমিক স্বাধীনতা কতটুকু?

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হৃদয় মণ্ডল। গত ২২ বছর ধরে ওই স্কুলে বিজ্ঞান ও গণিত পড়িয়ে আসছেন তিনি। কিন্তু, সম্প্রতি তার শিক্ষা পদ্ধতির জন্য তাকে কারাগারে যেতে হয় এবং আজ জামিনে মুক্তি পেয়েছেন।

স্কুলটির প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ বলছেন, গত ২০ মার্চ দশম শ্রেণির ক্লাসে ছাত্র-শিক্ষকের প্রশ্ন-উত্তরের ঘটনাটি ঘটে। এর পরদিন ১০-১২ জন শিক্ষার্থী এসে তার কাছে বিজ্ঞান শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করে।

প্রধান শিক্ষক আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তিনি ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি সাময়িকভাবে বরখাস্ত করেন। কিন্তু, এরপরও গত ২২ মার্চ ওই শিক্ষকের বাড়িতে আক্রমণ করা হয়!

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

28m ago