ভাবনার আক্ষেপ, ভাবনার আশা
বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের অন্যতম আশনা হাবিব ভাবনা। তিনি শুধু অভিনেত্রী নন একজন লেখক, নৃত্যশিল্পী ও মডেল। এ ছাড়া, নারী ও শিল্পীদের অধিকার নিয়ে বরাবর সরব তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া ভাবনা অভিনীত ও নুরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র 'লাল মোরগের ঝুঁটি' ভালো সাড়া ফেলেছে। ছোটপর্দার নিয়মিত মুখ ভাবনাকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে 'ভয়ংকর সুন্দর' সিনেমায়।
স্টার এন্টারটেইনমেন্ট নিউজ অব দ্য উইকে ভাবনা কথা বলেছেন তার জীবন, সংগ্রাম ও চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে।
Comments