যেখানে উৎসবের মধ্য দিয়ে শেষ হয় শবযাত্রা
আড়ম্বরপূর্ণ উৎসবের মধ্য দিয়ে বান্দরবানের আলিকদম উপজেলার ত্রিরত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যাক্ষ প্রয়াত ভদন্ত উ. আজ্ঞা ছামী মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, পাপাচারপূর্ণ মর্ত্য ছেড়ে ভানতে স্বর্গে গমন করছেন। সেজন্যেই তাদের এত আড়ম্বরপূর্ণ আয়োজন।
কোনো ভানতে মারা গেলে তার মরদেহ ৪ থেকে ১০ মাস সংরক্ষণ করে রাখা হয়। এরপর দিন-ক্ষণ ঠিক করে আড়ম্বরপূর্ণভাবে নাচ, গান ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়।
ভানতের বিদায়ে ১৫টি পাড়ার প্রতিটি থেকে ঐতিহ্যবাহী নাচের জন্য আলাদা দল আসে।
এ ছাড়াও, রাতে আয়োজন করা হয় মারমা শিল্পীগোষ্ঠীর 'ঝে' অনুষ্ঠান। দলগুলো ৪৫-৬০ দিনের প্রস্তুতি নেয় এই নাচের জন্য।
ভানতের মরদেহকে ঘিরে 'ইয়্যইক্যু' নাচ হয়। এ নাচে ৮ থেকে ১৪ মেয়ে ভানতের মরদেহ ঘিরে নৃত্য পরিবেশন করেন এবং ৬ জন মিলে মরদেহকে দোল দেন।
'স্বইং কাতলা' বা স্থানীয় ভাষায় 'আলেং' নাচ হয় উন্মুক্ত মাঠে। বাদ্যযন্ত্রের তালে তালে ২০ থেকে ৪০ জনের দল চতুর্ভুজাকৃতি স্থাপনা নিয়ে নৃত্য পরিবেশনা করে।
সবশেষে ভানতের মরদেহ পোড়ানোর মাধ্যমে এই অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়।
ইনসাইড বাংলাদেশে দেখুন যেভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পূজনীয় ব্যক্তিত্ব বৌদ্ধ ভদন্তে বা ভানতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
Comments