শহীদ বুদ্ধিজীবী মোস্তফা হাসানের গল্প
১৯৭১ সালের ৪ এপ্রিল। লালমনিরহাটে পাকিস্তানি হানাদার বাহিনী উর্দুভাষী অবাঙালিদের সহযোগিতায় শুরু করে বাঙালি হত্যাযজ্ঞ। ১৯ এপ্রিল তাদের হাতে নিহত হন লালমনিরহাট রেলওয়ে সিপি স্কুলের সহকারী শিক্ষক শহীদ বুদ্ধিজীবী মোস্তফা হাসান আহমেদ।
সরাসরি রাজনীতি না করলেও শহরের প্রগতিশীল রাজনৈতিকদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সাংস্কৃতিক অঙ্গনে ছিল তার পদচারণা। অনেক ছাত্রকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উৎসাহ দিয়েছেন ও সহযোগিতা করেছেন।
বিজয়ের ৫০ বছরে আজকের স্টার স্পেশালে আমরা শোনাব এই শহীদ বুদ্ধিজীবীর গল্প।
Comments