শেয়ারবাজারে বিনিয়োগের টাকা হাতিয়ে নিচ্ছে ব্রোকারেজ হাউজ!
শেয়ারবাজারের বিনিয়োগকারীরা সাধারণত ব্রোকারেজ হাউজের মাধ্যমে শেয়ার ক্রয় করেন। সরল বিশ্বাসে তারা এসব হাউজে টাকা জমা দেন এবং শেয়ার কেনার অর্ডার দেন।
কিন্তু কিছু ব্রোকার সাধারণ বিনিয়োগকারীদের টাকা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে ব্যবস্থা নিলেও অনেক বিনিয়োগকারী তাদের অর্থ যথাযথভাবে ফেরত পাননি।
কীভাবে এই জালিয়াতি করা হয়? এর প্রভাব কী? কীভাবে এই প্রবণতা বন্ধ করা যায়?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ব্রোকারেজ হাউজের জাল জালিয়াতি নিয়ে আলোচনায় খন্দকার মোহাম্মদ শোয়েবের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আহসান হাবীব।
Comments