হারিয়ে যাচ্ছে ‘পুকুরঝাড়ানি’ পেশা
পুকুরে গোসল করতে নেমে গয়না হারিয়ে ফেলা অসম্ভব কিছু না। কিন্তু, এভাবে হারিয়ে যাওয়া গয়না উদ্ধার করাও যে কারো পেশা হতে পারে তা সত্যিই অবাক করার বিষয়।
নারায়ণগঞ্জের বেদে সমাজে কয়েকজন আছেন যারা এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। পুকুরে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র তারা অল্প পারিশ্রমিকে খুঁজে দেন।
স্থানীয়ভাবে 'পুকুরঝাড়ানি' নামে পরিচিত নারায়ণগঞ্জের বেদে পল্লির এই ডুবুরিদের গল্প থাকছে আজকের ইনসাইড বাংলাদেশে।
Comments