২০২১: কেমন ছিল বাংলাদেশ?
২০২১: বাংলাদেশ স্বাধীতার ৫০ বছর পার করেছে সংকট, সংগ্রাম এবং অর্জনের এক ঘটনাবহুল ক্রান্তিকালের সাল হিসেবে। এক দিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—কোভিড-১৯ এর দুটি ভয়াবহ ঢেউ, রোহিঙ্গা সংকট, সাম্প্রদায়িক সহিংসতা, দুর্ঘটনা, মৃত্যু। অন্যদিকে এ বছরই বাংলাদেশ জাতি হিসেবে-দেশ হিসেবে অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্য—যাত্রা শুরু করেছে নবযুগের পথে।
Comments