‘ভালোবাসা এমনই হয়’: পরিচালনায় তানিয়ার অভিষেক
তানিয়া আহমেদ গত দুই দশক দর্শকদের মুগ্ধ করেছিলেন নিজের অভিনয় দিয়ে। এবার ‘ভালোবাসা এমনই হয়’ দিয়ে তার অভিষেক হলো চলচ্চিত্র পরিচালনায়। ছবিটি মুক্তি পায় ২৭ জানুয়ারি।
এই কমেডি আঙ্গিকের চলচ্চিত্রটি এখন ঢাকাসহ সারা দেশে প্রদর্শিত হচ্ছে। ঢাকার দর্শকরা সিনেপ্লেক্স, বলাকা সিনে ওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা হল, মধুমিতা ও শাহীনসহ বিভিন্ন সিনেমা হলে ছবিটি দেখতে পাবেন।
‘ভালোবাসা এমনই হয়’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ। এতে আরও অভিনয় করেছেন মীর সাবিবর, মিশু সাব্বির, তানজিকা আমিন ও তারিক আনাম খান।
Comments