আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত

স্বনামধন্য অভিনেতা আসাদুজ্জামান নূর করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি করোনায় আক্রান্ত হলেন।
আজ সোমবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'গত রাতে আসাদুজ্জামান নূরের করোনা পজিটিভ এসেছে। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। বড় কোনো জটিলতা নেই। বাড়তি সতর্কতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।'
গত সপ্তাহে 'বাকের ভাই'-খ্যাত এই অভিনেতা বাংলাদেশ বেতারের জন্য একটি নাটকে অভিনয় করেছিলেন।
২০২০ সালের ডিসেম্বরে তার প্রথম করোনা হয়েছিল।
Comments