করোনাভাইরাস

করোনা উপসর্গে মারা গেলেন মানিকগঞ্জের কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস গাজী (৭০)।
মো. ইউনুস গাজী। ছবি: সংগৃহীত

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস গাজী (৭০)।

গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে তিনি রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার ছোট ছেলে গাজী বনি ইসলাম রূপক দ্য ডেইলি স্টারকে বলেন, 'জ্বর ও বুকের ব্যাথার কারণে ঈদের পরের দিন বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে সেখানে ভর্তির পর নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু এখনও রিপোর্ট পাওয়া যায়নি।'

ইউনুস গাজী হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফপিআই হিসেবে অবসর নেওয়ার পর তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন।

আজ দুপুর ১২টায় কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

1h ago