করোনা: সাতক্ষীরায় আজ ১০ জনের মৃত্যু
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ৩৯৬ জনের মৃত্যু হলো।
একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ আরটি-পিসিআর ল্যাবে ৩৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ।
আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৯৬ জন হলো।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষা করে চার হাজার ৪০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৯০৩ জন। বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৬১ জন। এর মধ্যে ৩৯ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আর এক হাজার ২২ জন চিকিৎসা নিচ্ছে বাড়িতে।
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, ২৫০ শয্যা হাসপাতালে আজ রোগী রয়েছে ২৭৬ জন। এর মধ্যে ২১ জন করোনায় আক্রান্ত।
Comments