খুলনায় ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু

খুলনার তিনটি পৃথক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল। বাকি একজনের করোনা উপসর্গ ছিল।’
এ ছাড়া, ১৩০ শয্যার এ করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ২০৪ জন রোগী ভর্তি ছিলেন উল্লেখ করে তিনি জানিয়েছেন, তাদের মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়ালো জোনে ৫৪ জন, এইচডিইউতে ২০ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান ডেইলি স্টারকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে হাসপাতালের ১২০ শয্যার করোনা ইউনিটে ১০৯ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে নয় জন এবং এইচডিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩৫ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ ডেইলি স্টারকে জানিয়েছেন, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে ৭০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৬ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ছয় জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট জন।
এ দিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) আরটি পিসিআর ল্যাব ‘দূষিত’ হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা।
আগামী শনিবার থেকে সেখানে আবারও করোনা পরীক্ষা চালু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Comments