খুলনায় ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৩২.৯৪ শতাংশ

খুলনা নগরীতে করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
খুলনা ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের সামনে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা শেষে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা যান বাগেরহাটের প্রশান্ত মজুমদার (২৯)। ২৫ জুলাই ২০২১। ছবি: হাবিবুর রহমান/ স্টার

খুলনা নগরীতে করোনা চিকিৎসা দেওয়া চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

একই সময়ে খুলনায় ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় আক্রান্তের হার ৩২ দশমিক ৯৪ শতাংশ।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট জনের মৃত্যু হয়েছে। তাদের চার জনের করোনা পজিটিভ ছিল। অন্য চারজন উপসর্গে মারা গিয়েছেন।'

তিনি জানান, ২০০ শয্যার এ করোনা হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত ১০৯ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়োলো জোনে ৩৪ জন, এইচডিইউতে ১৩ জন ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৮০ শয্যার হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে তিন জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন।'

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ৪৫ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে।'

'বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হননি। কিন্তু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন,' যোগ করেন তিনি।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চার জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালের ১৫০ শয্যার করোনা ইউনিটে ৯১ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে আইসিইউতে সাত জন এবং এইচডিইউতে পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট জন।

করোনা চিকিৎসায় নতুন যোগ হওয়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ৯০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৬৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে সাত জন ও এইচডিইউতে পাঁচ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

3h ago