চাঁদপুরে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৭.৫১ শতাংশ, মৃত্যু ১

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ২২১টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৫১ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের ফ্লোর ও বারান্দায়ও রোগীদের জায়গা মিলছে না। ছবি: স্টার

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ২২১টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৫১ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ টেলিফোনে দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের।

জুলাই মাসের শুরুতে আইসোলেশন ওয়ার্ড ৬০ শয্যা থেকে বাড়িয়ে ১২০ শয্যার করা হলেও ওয়ার্ডের ফ্লোর ও বারান্দায়ও রোগীদের জায়গা মিলছে না। রোগীর সংখ্যা শয্যার সংখ্যা থেকে প্রায় দিগুণ হওয়ায় অক্সিজেন সংকটও বেড়ে গেছে। এতে করে করোনায় মৃত্যুও বেড়েছে।

হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, 'আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ১৬০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৭০ জন করোনা পজিটিভ। বাকিদের জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা আছে।'

তিনি বলেন, 'রোগীদের চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স নেই। এ ছাড়া, সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্লান্ট চালু না হওয়ায় জটিল অবস্থা তৈরি হয়েছে। সিলিন্ডার অক্সিজেনেরও সংকট আছে।'

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ বলেন, 'চাঁদপুরের অবস্থা ভয়াবহ। চাঁদপুরে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে। জুলাই মাসে অন্তত দেড় হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ২৩ জন।'

'ইউনিসেফের সহায়তায় লিক্যুইড অক্সিজেন প্লান্ট স্থাপন করা হলেও, স্পেকট্রা অক্সিজেন সরবরাহ করছে না। এ নিয়ে আমরা চরম বিপদে আছি', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

8h ago