টিকাপ্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ভালোভাবে কাজ করছে: ভিক্টোরিয়া নুল্যান্ড

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন করেনে ভিক্টোরিয়া নুল্যান্ড। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, বাংলাদেশ কোভিড-১৯ টিকা দেওয়ার ক্ষেত্রে সফলভাবে কাজ করছে।

আজ সোমবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন শেষে ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, 'টিকাপ্রদান কাজটি করা সহজ নয়। আপনারা একটি ভালো কাজ করছেন। লোকজন টিকা পাচ্ছেন এবং তারা সুস্থ আছেন।

তিনি বলেন, করোনাভাইরাসকে মোকাবিলায় বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র খুবই গর্বিত।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উপহার হিসেবে ফাইজার এবং মডার্নার টিকার প্রায় ৬১ লাখ ডোজ পাঠিয়েছে।

তিনি আরও বলেন, 'জনসংখ্যার প্রতিটি স্তরে টিকা দেওয়ার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তা দেখে আমরা খুব গর্বিত। শিশুদের টিকা দেওয়া হচ্ছে, গ্রামীণ এলাকায় এখন টিকা দেওয়া হচ্ছে, মানুষকে উৎসাহিত করা হচ্ছে।'

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments