দেশে এলো মডার্নার ৩০ লাখ ডোজ ভ্যাকসিন

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।
MODERNA.jpg
ছবি: রয়টার্স

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।

আজ সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিনের চালানটি এসে পৌঁছায়। বিমানবন্দরে চালানটি গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জোঅ্যান ওয়াগনার ও স্বাস্থ্যসচিব লোকমান মিয়াসহ আরও অনেকে।

এর আগে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত পেল মোট ৫৫ লাখ ডোজ মডার্নার ভ্যাকসিন।

গত ২৯ জুন দেশে অষ্টম টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের মডার্নার করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ টিকা মাইনাস ১৫ ডিগ্রি থেকে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

এর আগে, ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, রাশিয়া উৎপাদিত স্পুতনিক-ভি, চীনের সিনোফার্মের ভেরো সেল, বেলজিয়ামের ফাইজার, চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের জনসন ও সুইডেনের অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago