ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

ভারতের রাজস্থানে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে ১ জনের মৃত্যু হয়েছে। এটিই ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু।
আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লভ আগরওয়াল নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজস্থানের উদয়পুরে মারা যাওয়া ৭২ বছর বয়সী একজনের নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। সরকার নিশ্চিত করেছে রাজস্থানে মৃত্যুকে ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু হিসেবে গণ্য করা হয়েছে।
ভারতের সরকারি সূত্র অনুযায়ী, ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে ডায়াবেটিকে আক্রান্ত ছিলেন। যা তার অসুস্থতাকে আরও বাড়িয়ে বাড়িয়ে তোলে। মৃত্যুর পরে জানা গেছে তিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন। গত ৩১ ডিসেম্বর উদয়পুরের একটি হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।
এদিকে, বুধবার ভারতের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ১৩৫ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৮২৮ জন সুস্থ হয়েছেন।
Comments