ভারতে ওমিক্রন শনাক্ত
ভারতের কর্ণাটকে আজ বৃহস্পতিবার ২ জনের দেহে করোনার ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটিতে ওমিক্রন শনাক্তের ঘটনা এটিই প্রথম।
এ তথ্য নিশ্চিত করে নয়াদিল্লির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, 'ওমিক্রন শনাক্ত ২ জনের সব সেকেন্ডারি কনট্যাক্ট ট্রেস করা হয়েছে এবং সেগুলো পরীক্ষা করা হচ্ছে।'
ল্যাব পরীক্ষার মাধ্যমে ২ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানায় মন্ত্রণালয়।
ওমিক্রন শনাক্ত হওয়ার কথা জানানোর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল গণমাধ্যমকে বলেন, 'মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।'
সবাইকে যথাযথ নিয়ম মেনে চলার এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, 'ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত ২ জন ৬৬ বছর ও ৪৬ বছর বয়সী পুরুষ। কিন্তু গোপনীয়তা রক্ষার জন্য তাদের পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।'
Comments