মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু  হয়েছে। এর মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Corona BD.jpg
প্রতীকী ছবি। সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু  হয়েছে। এর মধ্যে তিন জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নেত্রকোণা, ময়মনসিংহ ও জামালপুরের তিন রোগী করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়া, ময়মনসিংহের চার জন, জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলের দুই জন করে রোগী এবং গাজীপুর সদর উপজেলার এক রোগী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে করোনা ইউনিটে ৪২৯ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিইউতে আছেন ২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৪০ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা নয় হাজার ৮৮৩ জনে দাঁড়াল। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৫৫ জন।

Comments

The Daily Star  | English

Labour Issues: Govt, businesses play down prospects of US trade penalties

The government and business leaders have played down the significance of the diplomatic note from the Bangladesh embassy in Washington DC to the commerce ministry about possible measures like trade penalties and visa restrictions over labour issues.

16h ago