করোনাভাইরাস

মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬.৫৯ শতাংশ

ময়মনসিংহে হঠাৎ করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হঠাৎ করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে।

এতে করোনা আক্রান্তে ১ জন এবং উপসর্গ নিয়ে ৮ জন মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৫ জন, নেত্রকোণার ৩ জন এবং টাঙ্গাইলের ১ জন আছেন। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১০০ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫)।

এ ছাড়া, ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দা উপজেলার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাট উপজেলার মেদেন সিথিল (৬২), নেত্রকোণা সদরের আয়েশা (৭০), দুর্গাপুর উপজেলার প্রমোদ পাল (৭০), মোহনগঞ্জ উপজেলার শফিকুল (১৫) এবং টাঙ্গাইল গোপালপুর উপজেলার হাসমত আলী (৬০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৭ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৩৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১২ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ১২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮১১ জন।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

6h ago