করোনাভাইরাস

রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৩০.৭০ শতাংশ

রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৩০ দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতীকী ছবি। সংগৃহীত

রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৩০ দশমিক ৭০ শতাংশে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহীর ১০৮টি নমুনা পরীক্ষা করে ২১ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭০ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৭ জন। এর আগে ১০৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৩ জন। বর্তমানে মোট ৩০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ১৮ জনের বাড়ি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের একজন ও ২ জনের বাড়ি পাবনায়।

রাজশাহী জেলায় ২০২০ সালের ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। সেটি ছিল রাজশাহী বিভাগের প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা। এরপর গত বছরের ৬ জুন রাজশাহীতে ৫০ দশমিক ২৭ শতাংশ ও চাপাইনবাবগঞ্জে ৬১ দশমিক ৩৬ শতাংশ করোনা শনাক্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

2h ago