রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং অন্যদের করোনা উপসর্গ ছিল।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। ছবি: রাজু আহমেদ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত ছিলেন এবং অন্যদের করোনা উপসর্গ ছিল।

আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৮ জনের মধ্যে ৩ জন রাজশাহী, ১ জন চাঁপাইনবাবগঞ্জ, ১ জন নাটোর, ২ জন নওগাঁ ও ১ জন কুষ্টিয়ার বাসিন্দা।'

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষা করে ২০ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ, জয়পুরহাটে ৩ দশমিক ৫৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৩ দশমিক ৭৯ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৫ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১২৩ জন।

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

1h ago