ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৩ জন

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

তাদের মধ্যে ১৮ জন ঢাকার বাইরের।

এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, যে ২ জন মারা গেছেন, তারা কক্সবাজারের। তাদের নিয়ে এখন পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে ৩ জন মারা গেলেন।

রোগীদের মধ্যে ২২২ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৪ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৯৮ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সিটি করপোরেশনকে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Comments