নোয়াখালীতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯.৫২ শতাংশ, মৃত্যু ২

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৪৫৪টি নমুনা পরীক্ষা করে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৫২ শতাংশ। একই সময়ে মারা গেছেন দুই জন।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৪৪ জন, বেগমগঞ্জের ৩৩ জন, কোম্পানীগঞ্জের ১৯ জন, সোনাইমুড়ীর ১৩ জন, কবিরহাটের ১১ জন, চাটখিলের ছয় জন এবং সেনবাগ ও সুবর্ণচরের চার জন করে। এখন পর্যন্ত জেলা মোট শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৩৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ১৪৩ জন ও সুস্থ হয়েছেন সাত হাজার ৪৯৮ জন।
উল্লেখ্য, করোনার সংক্রমণ না কমায় নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। গতকাল বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নে লডডাউন ঘোষণা করা হয়।
Comments