শনাক্তের হার ৩.৪৩ শতাংশ, মৃত্যু আরও ২১

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৫৩১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ২৩ জন মারা গিয়েছিল এবং শনাক্তের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৯ জন নারী।

একই সময়ে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন এবং রাজশাহী, বরিশাল, সিলেটে ১ জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রংপুর ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৯৬০ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

2h ago