সুইডিশ রাজা-রানি করোনায় আক্রান্ত

সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং রানি সিলভিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার সুইডিশ রাজ প্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা ও রানি পুরোপুরি টিকা নিয়েছিলেন। তাদের মৃদু উপসর্গ আছে। তারা বর্তমানে ভালো আছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ৭৫ বছর বয়সী রাজা এবং ৭৮ বছর বয়সী রানি সেলফ আইসোলেশনে আছেন এবং এবং তারা যাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদের খুঁজে বের করার কাজ চলছে।
ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সুইডেনে করোনার রেকর্ড শনাক্তের দিনে এ খবর এসেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
Comments