২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ০.৬৭ শতাংশ

প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এক সপ্তাহ পর করোনায় আবারও মৃত্যু দেখল বাংলাদেশ। একই সময়ে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ছয় সাত শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল এক দশমিক শূন্য ৪ শতাংশ। করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের।

সবশেষ গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০ মার্চ ২ জনের মৃত্যু হয়েছিল।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago