আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশে তেল, চিনি, ডালের দাম বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণেই দেশে তেল, চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ভোক্তা যাতে প্রতারিত না হন, সেজন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ভোজ্যতেল, ডাল, চিনি, পেঁয়াজ এর মতো আমদানি নির্ভরপণ্য যাতে সঠিক মূল্যে বিক্রি হয় সেজন্য সরকার কঠোর নজরদারি রাখছে।' 

'আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণেই তেল, চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে' উল্লেখ করে মন্ত্রী বলেন, 'ট্যারিফ কমিশনের বাইরে দাম বাড়ালে সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।'

আজ বৃহস্পতিবার রংপুর সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, 'দেশে পর্যাপ্ত আলু উৎপাদিত হচ্ছে। আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে রপ্তানি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।'

এ বছর ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আলু রপ্তানি থেকে আয় এতে অবদান রাখবে। সরকার আলু উৎপাদন, ব্যবহার ও রপ্তানির বিষয়ে সজাগ রয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার রংপুরের পীরগাছায় নির্মিতব্য ক্যানসার হাসপাতালের অগ্রগতি প্রসঙ্গে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে অপু মুনশি ম্যামোরিয়াল ট্রাষ্ট এবং নোটারি ক্লাব অফ উত্তরা।

অবহেলিত জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে টিপু মুনশি বলেন, 'রংপুর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার মান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় একশ কোটি টাকা ব্যয়ে রংপুরে ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসা সেবার মান বড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'অপু মুনশি ম্যামোরিয়াল ট্রাষ্ট রংপুরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৫০ বেডের "ক্যানসার হাসপাতাল প্রকল্প-রংপুর" বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে সহযোগিতা প্রদানের জন্য ঢাকার নোটারি ক্লাব উত্তরা এগিয়ে এসেছে। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিৎ করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও এগিয়ে এসেছে।'

অনুষ্ঠানে নোটারি ক্লাব অব উত্তরার প্রেসিডন্ট নোটারিয়ান জুলহাস আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. বিমল চন্দ্র রায়সহ আরও অনেকে।

এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ঢাকার নোটারি ক্লাব অব উত্তরার প্রতিনিধি দল পীরগাছায় নির্মিতব্য ক্যানসার হাসপাতালের কাজ পরিদর্শন করেন। 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

3h ago