তেলের দাম না বাড়ালে ইমপোর্ট হবে না, আরও বড় ক্রাইসিস হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে। এটি না করলে আরও বড় সংকট দেখা দিতো বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার দুপুরে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কেন তেলের দাম এত বাড়ছে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমারা তেলের দাম বাড়িয়েছি। কারণ ৯০ শতাংশ খাওয়ার তেল আমরা আমদানি করি। আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম বেড়েছে। অবশ্য সেই দাম বাড়ার সঙ্গে কনটেইনার ভাড়া বেড়েছে। তার সঙ্গে অ্যাডজাস্ট যদি আমরা না ঠিক করে দেই, তাহলে তেল তো আমদানিকারকরা আনবেই না।

সে জন্য আমাদের ট্যারিফ কমিশন বসে আন্তর্জাতিক বাজারে প্রায় ১৫ দিনের গড় দাম নির্ধারণ করে, কনটেইনার ভাড়া সব দেখে একটা মূল্য নির্ধারণ করে যেটা হওয়া উচিত সেটা আমরা বলি। তেলের বিষয়টা জানেন, বিশ্ব বাজারে ৪ বছর আগে যেটা ছিল তার দ্বিগুণেরও বেশি হয়েছে। সেটা যদি আমরা না বাড়াই তাহলে তারা ইমপোর্ট করবে না। আমদানি না করলে আরও বড় ক্রাইসিস হবে, বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সত্যি কথা মানুষের তো কষ্ট হচ্ছে। আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ার কারণে আমাদের কিছু করার নেই। আমরা যেটা পারি, আমরা চেষ্টা করছি সরকারের তরফ থেকে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে দেওয়া। আমরা এখন বাংলাদেশে টিসিবির ৪০০ ট্রাকের মাধ্যমে দিচ্ছি, সেটা দরকার হলে ৮০০ করে দেবো। আমরা চিন্তা করলাম রমজান মাসে ৫০ লাখ লোককে দেওয়া যায় কি না। সেটা ট্রাকের মাধ্যমে নয়, তৃণমূলে যাদের সরকার আগে আড়াই হাজার করে টাকা দিয়েছিল, দুস্থ যাদের তাদের কাছে পৌঁছে দেবো। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ১ কোটি মানুষকে দিতে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

3h ago