পরিবহন ধর্মঘটে খুলনায় সবজির দাম বেড়েছে দেড় গুণ

khulna_vegetable_1_6nov21.jpg
ছবি: দীপঙ্কর রায়/স্টার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলা পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে খুলনার পাইকারি ও খুচরা বাজারে। নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার 'ট্রাক টার্মিনাল কাঁচাবাজার' ঘুরে দেখা গেছে, সবজির দাম বেড়েছে প্রায় দেড় গুণ।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে আমদানি কম থাকায় দাম অনেক বেশি। খুচরা বাজারের চিত্রও একই রকম।

নগরীর বয়রা কাঁচাবাজার, সন্ধ্যা কাঁচাবাজার, নিউ মার্কেট কাঁচাবাজার, রূপসা কাঁচাবাজার, দৌলতপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন আগাম সবজির দাম গত ২ দিনের তুলনায় প্রায় দেড় গুণ বেড়েছে। ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। গত পরশু বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি দলে। ২ দিন আগে কাঁচামরিচের কেজি ছিল ৭০ টাকা, আজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

পাইকারি বিক্রেতারা বলছেন, যশোর এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে সবজি কিনে আনতে প্রায় দেড় গুণ বেশি টাকা খরচ হচ্ছে।

সবজি কিনতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মনসা এলাকা থেকে খুলনার পাইকারি বাজার ট্রাক টার্মিনাল কাঁচাবাজারে এসেছেন মো. রুস্তম শেখ।

khulna_vegetable_2_6nov21.jpg
ছবি: দীপঙ্কর রায়/স্টার

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২ দিন আগের তুলনায় সবজির দাম প্রায় দেড় গুণ বেড়েছে। সবজি কিনে কীভাবে বিক্রি করবো সেটাই বড় চিন্তা। কেউ এই দামে কিনতে চাইবে না।

খুলনার বয়রা বাজারে সবজি কিনতে এসেছিলেন রুহুল কাজী। তিনি বলছিলেন, বিভিন্ন অজুহাতে সবজির দাম বেড়েছে। প্রভাব পড়ছে আমাদের সাধারণ ক্রেতাদের উপর। কোনো কিছু স্বাভাবিকভাবে চলছে না।

গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। হুমায়ুন কবীর নামে এক যাত্রী ঢাকার বাসাবো নন্দীপাড়া এলাকা থেকে সপরিবারে খুলনায় এসেছেন। তিনি বলেন, 'আমি ট্রেনে খুলনায় আসার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো টিকিট নেই। রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে বলা হয়েছে, আগামী এক সপ্তাহ কোনো টিকিট নেই। উপায়ন্তর না দেখে, সংবাদপত্র পরিবহনের কাভার্ড ভ্যানে আমরা খুলনায় এসেছি।'

খুলনা নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, দ্বিতীয় দিনের মতো কাউন্টারগুলো বন্ধ। জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা ডেইলি স্টারকে বলেন, 'আমরা গণপরিবহন বন্ধ রাখতে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেইনি। কেন্দ্র থেকেও কোন নির্দেশনা পায়নি। সারাদেশে যেহেতু বাস চলাচল বন্ধ রয়েছে। তাই আমরাও বন্ধ রেখেছি।'

Comments

The Daily Star  | English

Jatiya Party HQ set afire, vandalised

The Jatiya Party headquarters at the capital’s Kakrail was set on fire and vandalised last night by a group of people who claimed themselves to be “anti-fascist students, workers, and masses”.

1h ago