১০ মাসে ৩ দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ২৪ টাকা

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
ফাইল ছবি

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের সর্বোচ্চ মূল্য হবে ১৬৮ টাকা, আর পাঁচ লিটারের বোতলের দাম ৭৯৫ টাকা, যা আগে ছিল ৭৬০ টাকা।

জানুয়ারিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লিটারে ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করে।

প্রস্তাব যাচাই-বাছাইয়ের প্রায় একমাস পর রোববার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'আন্তর্জাতিক বাজার মূল্য বিবেচনায় সয়াবিন তেলের দাম সমন্বয় করা হয়েছে।'

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বর্তমানে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৫৫ থেকে ১৬৫ টাকায়।

গত বছরের ১৯ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৬০ টাকা করে মন্ত্রণালয়। এর আগে, গত ২৭ মে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছিল।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago