মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৭.৭৪ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৫৯টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৬০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৭৪ শতাংশ। এই সময়ে জেলায় করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬০ জনের মধ্যে ১৯ জন মানিকগঞ্জ সদরের, ১৪ জন হরিরামপুরের, ১২ জন সিংগাইরের, ছয় জন ঘিওরের, পাঁচ জন শিবালয়ের, তিন জন সাটুরিয়ার ও একজন দৌলতপুরের।
তিনি আরও জানান, জেলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত দুই হাজার ৭৮৯ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮৭ জন ও মারা গেছেন ৫৩ জন। বাকিরা হোম কোয়ারেন্টিনে আছেন কিংবা মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত জুনে জেলায় দুই হাজার ৩৭৯টি নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মে’তে এক হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করে ১০৯ জনকে শনাক্ত করা হয়েছে। গত ৫ জুলাই ১৫৯টি নমুনা পরীক্ষায় ৩০ জনের, ৪ জুলাই ১৮৬টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের, ৩ জুলাই ১৪৪টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের ও ১ জুলাই ১১৬টি নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়।
Comments