বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু

স্টার সিনেপ্লেক্সের পঞ্চম শাখা চালু হয়েছে। রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এই মাল্টিপ্লেক্সের নতুন শাখায় আজ বৃহস্পতিবার থেকে সিনেমা দেখানো শুরু হচ্ছে।
মার্ভেলের সুপারহিরো সিনেমা 'ডক্টর স্ট্রেঞ্জ'-এর সিক্যুয়েল 'ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস' দিয়ে যাত্রা শুরু করছে এই নতুন সিনেপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ থেকেই মনোরম পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে চালু হচ্ছে সিনেপ্লেক্সটি। সামরিক জাদুঘর পরিদর্শনের পাশাপাশি সিনেমা দেখার সুযোগ রাজধানীর মানুষের বিনোদনে এটি নতুন মাত্রা যোগ করবে।'
একটি হলে এই সিনেপ্লেক্সের আসন সংখ্যা ১৮৩টি বলে জানান তিনি।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে ২০০৪ সালের ৬ অক্টোবর প্রথম চালু হয় স্টার সিনেপ্লেক্স। এর পাশাপাশি তাদের শাখা রয়েছে ধানমন্ডির সীমান্ত সম্ভার, মিরপুরের সনি স্কয়ার ও মহাখালীর এসকেএস টাওয়ারে।
Comments