ভাসানচর থেকে পালানোর চেষ্টাকালে ১১ রোহিঙ্গা আটক
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ছয় রোহিঙ্গা ও পাঁচ দালালকে আটক করেছে ভাসানচরে কর্মরত এপিবিএন সদস্যরা। গতকাল বুধবার দিবাগত রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত ভাসানচরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত রোহিঙ্গারা হলেন-৭৫ নং ক্লাস্টারের সিদ্দিক, তার স্ত্রী সমুদা খাতুন ও তাদের দুই মাস বয়সী সন্তান সফিউদ্দিন, ২৫ নং ক্লাস্টারের আজিমুল্লাহ, তার স্ত্রী আল মারজান ও তাদের দুই মাস বয়সী সন্তান ওমর ফারুক। আটককৃত পাঁচ দালাল হলেন-২৮ নং ক্লাস্টারের জাহিদ হাসান (৩০), ২৪ নং ক্লাস্টারের মোহাম্মদ তৈয়ব (২৮), একই ক্লাস্টারের সেলিম (১৯), ইসমাইল (২২), ৮ নং ক্লাস্টারের শফি আলম (৩০)।
এ ঘটনায় এপিবিএন এর উপপরিদর্শক আবুল কালাম বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে ভাসানচর থানায় মামলা করেছেন। আটককৃতদের মধ্যে দুই জন শিশু থাকায় তাদের এ মামলায় আসামি করা হয়নি।
নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, এপিবিএন সদস্যরা ছয় জন রোহিঙ্গা ও পাঁচ দালালসহ ১১ জনকে আটক করে ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
Comments