কেরানীগঞ্জ থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বাসা ঢাকার গ্রিন রোড এলাকায়। তিনি গত ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।
নিখোঁজের ঘটনায় কলাবাগান থানায় একটি জিডি করা হয়েছিল বলেও জানান তিনি।
Comments