নারায়ণগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে পুলিশের ২ এসআই নিহত

Road accident logo
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রাইভেট কার খাদে পড়ে সোনারগাঁও থানার দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছে। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

প্রাইভেট কারে আসামি নিয়ে থানায় যাওয়ার পথে আজ সোমবার সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এসআই শরীফুল ইসলাম ও কাজী সালেহ। আহত হয়েছেন এএসঅঅই রফিকুল ইসলাম।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামি নিয়ে প্রাইভেট কারে থানায় যাচ্ছিলেন তারা। এ সময় অন্য আরেকটি গাড়িকে রাস্তা ছেড়ে দিতে গিয়ে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দুই এসআই নিহত হয়েছেন। অন্য একজন এএসআই আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।'

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করছে। সদর দপ্তর থেকে একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago