স্টার মাল্টিমিডিয়া

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দিয়ে নির্বাচনের নতুন যুগে বাংলাদেশ?

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নগরবাসীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, সামগ্রিকভাবে এর আলাদা তাৎপর্যও আছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটিই ছিল শেষ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনেই প্রথমবারের মতো সব ভোট নেওয়া হয়েছে ইভিএম মেশিনে। একজন নির্বাচন কমিশনার বলেছেন, তাদের অধীনে সেরা নির্বাচনগুলোর মধ্যে এটি ছিল একটি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন স্থানীয় নগরবাসীর জন্য যেমন গুরুত্বপূর্ণ, সামগ্রিকভাবে এর আলাদা তাৎপর্যও আছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটিই ছিল শেষ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনেই প্রথমবারের মতো সব ভোট নেওয়া হয়েছে ইভিএম মেশিনে। একজন নির্বাচন কমিশনার বলেছেন, তাদের অধীনে সেরা নির্বাচনগুলোর মধ্যে এটি ছিল একটি।

কেমন ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন? সম্পূর্ণভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ বা বাস্তবসম্মত ছিল? ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়া এবং বাংলাদেশের রাজনীতিতে এই নির্বাচনের তাৎপর্য কতটুকু?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বিভিন্ন দিক এবং দেশের রাজনীতিতে এর তাৎপর্য নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লা।

Comments

The Daily Star  | English

Plastic most lethal among all waste

Plastics are silently piling on the environmental miseries of Bangladesh, one of the most climate change-vulnerable countries in the world.

6h ago