মেট্রোরেল প্রকল্পের খরচ বাড়তে যাচ্ছে ১১ হাজার ৪৮৭ কোটি টাকা
নকশাগত ত্রুটিসহ আরও কিছু কারণে পদ্মা সেতুর চেয়ে ব্যয়বহুল প্রকল্পে পরিণত হতে যাচ্ছে মেট্রোরেল প্রকল্প। পদ্মা সেতুতে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯২ কোটি টাকা। আর মেট্রোরেল প্রকল্পের মোট খরচ দাঁড়াবে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
মেট্রোরেল প্রকল্পের নকশায় দেখা গেছে, স্টেশনে প্রবেশ ও প্রস্থানের পয়েন্টগুলো যাত্রীদের জন্য সুবিধাজনক নয়। তাহলে প্রশ্ন হলো, নকশা প্রণয়নের সময় কি এ বিষয়গুলো নিয়ে যথেষ্ট গবেষণা করা হয়নি? নির্মাণ খরচ কেন এত বাড়ল?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মেট্রোরেলের নকশাগত ত্রুটি ও ব্যয় বৃদ্ধি নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।
Comments