এক বছরে ৩ চাকার বাহনে দুর্ঘটনা বেড়েছে ৩ গুণ

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, শুধু ৩ চাকার যানবাহনে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৩ গুণ সড়ক দুর্ঘটনা বেড়েছে।

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, শুধু ৩ চাকার যানবাহনে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ৩ গুণ সড়ক দুর্ঘটনা বেড়েছে।

জাতীয় মহাসড়কগুলোতে স্থানীয়ভাবে তৈরি অবৈধ যানবাহনসহ ৩ চাকার বাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও আইন প্রয়োগে ব্যর্থতার কারণে মহাসড়কগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল কত দীর্ঘ হলে সড়ক দুর্ঘটনা রোধে সরকার আন্তরিক হবে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে জাতীয় মহাসড়কে অবৈধ এবং ৩ চাকার যানবাহনে দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।

Comments

The Daily Star  | English

Roads now worse than a year ago

The roads that have been in “poor, bad or very bad” conditions got worse over the last one year, dealing a setback to the Roads and Highways Department.

9h ago