পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি

ছবি: সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত ৩য় কমিটি (২০২৩-২০২৪) এর অভিষেক অনুষ্ঠান।

স্থানীয় সময় রোববার বিকেলে বাংলাদেশি অধ্যুষিত এলাকার অভিজাত হোটেল মুন্ডিয়ালের হল রুম পর্তুগালের বিভিন্ন শহর থেকে আগত অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।

পবিত্র আল কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আলমগীর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, আব্দুল আলিম সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, মুকিতুর রহমান সেলিম সভাপতি সেচ্ছাসেবক দল পর্তুগাল, মোশারফ হোসেন কিরন উপদেষ্টা বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস লিসবনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলমগীর হোসেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি পর্তুগিজ গণমাধ্যমগুলোতে যুক্ত হয়ে বাংলাদেশি প্রবাসীদের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন, সংগঠনটি ইতিমধ্যে সরকার থেকে রেজিস্ট্রেশন অর্জন করেছে এবং খুব শিগগিরই পর্তুগাল অভিবাসন অধিদপ্তরের (ACM) রিকগনিশনের জন্য আবেদন করবে যার ফলে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি এবং অভিবাসীদের উন্নয়নে প্রেসক্লাব আরও বেশি কাজ করতে পারবে।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ, পর্তুগাল বিএনপি, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, বাংলাদেশ কমিউনিটি অব মিলফন্তেস, পর্তুগাল যুবলীগ, পর্তুগাল স্বেচ্ছাসেবক দল, পর্তুগাল ছাত্রলীগ, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, বৃহওর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন, বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল, পোর্তো আওয়ামী লীগ, সেতুবাল আওয়ামী লীগ।

এছাড়া ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলোশন পর্তুগাল, আলামেদা জামে মসজিদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল, ফেনী অ্যাসোসিয়েশন পর্তুগাল, পর্তুগাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, স্বজন ফাউন্ডেশন পর্তুগালের নেতারাসহ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংঙ্গীত পরিবেশন করেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ আই রনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Comments

The Daily Star  | English

Iran says 'main target' of attack that hit Israel hospital was military site

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

14h ago